ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের পাশে রবিবার সকালে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ক্যাম্পাসের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ চলাকালে ককটেলটি বিস্ফোরিত হয়।
ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী জানান, বেলা ১১টা ১০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
গত ৩০ ডিসেম্বর মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যান্টিনের এক কর্মচারী আহত হয়।
এর আগে গত ২৯ ডিসেম্বর মধুর ক্যান্টিন এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তার আগে ২৬ ডিসেম্বর ওই একই এলাকা থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়।