উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টিভি প্রোগ্রাম তালাশের উপস্থাপক ও ইন্ডেপেন্ডেন্ট টিভির হেড অব ইনভেস্টিগেশন মুনজুরুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল কাজল।
উক্ত সম্মেলনের মূল পর্ব ছিল ক্যারিয়ার বিষয়ক সেমিনার। উক্ত সেমিনারে কি নোট স্পিকার হিসেবে উৎসাহমূলক বক্তব্য রাখেন দেশের অন্যতম সফল উদ্যোক্তা ইকবাল বাহার জাহিদ।
এছাড়া স্পেশাল স্পিকার হিসেবে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে কথা বলেন এক্সপো গ্রুপ বাংলাদেশের লিড লিগ্যাল অ্যাফেয়ার্স আরকে রিজভী আহমেদ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ মূলত কেএসসির সদস্যবৃন্দের প্রতি ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে কেএসসি পরিচালনা কমিটি অনুমোদন করেন সংগঠনটির সভাপতি তৌহিদুল তুহিন। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় ঢাবির আইন বিভাগের ছাত্র তাকি বিল্যাহ ও সাধারণ সম্পাদক সংস্কৃত বিভাগের জাকিয়া আকতার।