ঢাকা, ২৯ এপ্রিল (ইউএনবি)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী নীল দল ব্যাপক ব্যবধানে জয় লাভ করেছে। মোট ১০টি কার্যকরী পরিষদের ৯টিতেই জিতেছে নীল দল। বিএনপিপন্থী সাদা দল জিতেছে মাত্র একটি পদে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। কোষাধ্যক্ষ কামাল উদ্দিন আহমেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নীল দলের জয়ীরা হলেন, কলা অনুষদের ডিন আবু মো.দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের তোফায়েল আহমেদ চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের সাদেকা হালিম, ব্যবসায় শিক্ষা অনুষদের শিবলি রুবায়ত-উল ইসলাম, জৈব বিজ্ঞান অনুষদের ইমদাদুল হক, ফার্মাসি অনুষদের এসএম আবদুর রহমান ও চারুকলা অনুষদের নিসার হোসেন।
বিএনপিপন্থী সাদা দল থেকে নির্বাচিত হন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. হাসানুজ্জামান।
এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নীল দলের এএসএম মাকসুদ কামাল ও রহমত উল্লাহকে যথাক্রমে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদের ডিন পদে নির্বাচনের আগেই জয়ী ঘোষণা করা হয়।