মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ড. রইসউদ্দিন মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে ও এক কন্যা রেখে গেছেন।
নরসিংদীর বেলাব উপজেলার তার নিজ এলাকার একটি মসজিদে নামাজে জানাজা শেষে বিকাল ৪টার দিকে তাকে দাফন করা হয়েছে।
ঢাবির সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি বলেন, মুক্তিযোদ্ধা ড. রইসউদ্দিন আহমেদ দেশের প্রতি এক নিবেদিত ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তিনি কখনও তার মাটিকে ভুলে যাননি এবং দেশের সাথে সব সময়ই তার ভালো যোগাযোগ রেখেছিলেন।
ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আরেফিন ফোনে ইউএনবিকে বলেন, ‘আমরা বহুমুখী প্রতিভাবান একজন ব্যক্তিকে হারিয়েছি। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।’