ঢাকা, ০৪ সেপ্টেম্বর (ইউএনবি)- তরুণ সাংবাদিক মামুনুর রশীদ মারা গেছেন।
পরিবার ও সহকর্মীরা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শ্যামলীতে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একুশে টেলিভিশনের সিনিয়র প্রতিবেদক মামুনুর রশীদ প্রধানমন্ত্রীর বিটে কাজ করতেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী (২০০৩-০৪ সেশন) ছিলেন।
মামুনুর রশীদের মৃত্যুতে একুশে টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।