জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেম+২ মোমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানিকভাবে এতথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, আগামী ২৩ জুলাই প্রধানমন্ত্রী ইতালির উদ্দেশে রওনা দেবেন এবং ২৬ জুলাই সকালে ঢাকায় ফিরবেন।
সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, কৃষি ও খাদ্য উৎপাদক, বৈজ্ঞিানিক, গবেষকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, ২০২১ সালে অনুষ্ঠিত জাতিসংঘের খাদ্য সম্মেলনে গৃহীত সুপারিশগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য “সাসটেইন্যাবল ফুড সিস্টেম ফর পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ারড জার্নি” প্রতিপাদ্য নিয়ে ‘ইউনাইটেড ন্যাশনস ফুড সিস্টেম+২ মোমেন্ট’ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দফা সুপারিশ তুলে ধরবেন।
২৪ জুলাই খাদ্য ও কৃষি সংস্থার সদরদপ্তরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন তিনি। একই দিন সন্ধ্যায় ইউরোপের ১৫ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানান মোমেন।
এরপর পরদিন ২৫ জুলাই ইতালির প্রধানমন্ত্রী এইচ ই জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ বৈঠকে জ্বালানি সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া এফএও, আইএফএডি ও ডব্লিউএফপির নির্বাহীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।