ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মালিকানাধীন ৩টি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে। বুধবার (১৬ আগস্ট) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে এ পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
ঢাদসিক কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা দেওয়া হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন এ সেবা চালু থাকবে। তবে শুধু আগামীকাল বৃহস্পতিবার উদ্বোধনী দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের হারের উর্ধ্বগতি, দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ডব্লিউএইচও’র