সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মচারী ও গ্রাহকদের ডেঙ্গু থেকে রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং ব্যাংক প্রাঙ্গণ ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার রাখার জন্য রবিবার (১৩ আগস্ট) ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ (বিআরপিডি)।
আরও পড়ুন: ৩৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে নতুন কৃষি ঋণ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের সুরক্ষার জন্য ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এবং ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট, প্রশিক্ষণ কেন্দ্র, এটিএম বুথ, কল সেন্টার এবং এর আশেপাশ নিয়মিত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছে।
অফিস ভবন ছাড়াও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতেও প্রয়োজনীয় উদ্যোগ নেবে ব্যাংক।
আরও পড়ুন: ব্যাংক পরিচালক হতে পারবেন এক পরিবারের সর্বোচ্চ ৩ জন: বাংলাদেশ ব্যাংক