নির্বাচন কমিশন সচিবালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও দেড় কোটির বেশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ করা হয়নি।
দেশের প্রায় ১২ কোটি ২০ লাখ ভোটারের বিপরীতে নির্বাচন কমিশন এখন পর্যন্ত ৮ কোটি ১০ লাখ স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করেছে।
আরও পড়ুন: ইসিতেই এনআইডি নিবন্ধনের কাজ রাখার দাবি কর্মকর্তাদের
বুধবার (২ অক্টোবর) ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৬৫ লাখ ৪৪ হাজার ৯৮৩টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
এর মধ্যে ঢাকা অঞ্চলে ৩৮ লাখ ৮৯ হাজার ৯২৪টি, কুমিল্লা অঞ্চলে ১৯ লাখ ৯৯ হাজার ৬৫৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১৪ লাখ ৮০ হাজার ৬৭৫টি, খুলনা অঞ্চলে ১৪ লাখ ৬০ হাজার ৯৯৯টি, চট্টগ্রাম অঞ্চলে ১৪ লাখ ৪১ হাজার ৪০১টি, সিলেট অঞ্চলে ১২ লাখ ১৪ হাজার ৬৪৯টি, রাজশাহী অঞ্চলে ১১ লাখ ৫৫ হাজার ৭৫৭টি, রংপুর অঞ্চলে ১০ লাখ ৩০ হাজার ৭৩৫টি, বরিশাল অঞ্চলে ৮ লাখ ৫১ হাজার ২৬০টি এবং ফরিদপুর অঞ্চলে ৬ লাখ ৫১ হাজার ৯২টি কার্ড রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত