সিরাজগঞ্জ: সকালে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
শেরপুর: জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে শহরের থানা মোড় এলাকায় বেলুন উড়িয়ে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। পরে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাঠে গিয়ে শেষ হয়।
সেই সাথে পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
খাগড়াছড়ি: নানা আয়োজনে র্যালি, আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকালে টাউনহল প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং এক সদস্যকে সম্মাননা স্মারক দেয়া হয়।
পঞ্চগড়: পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনই হলো পুলিশের মূলমন্ত্র। জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
এর আগে সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সেই সাথে পুলিশ সদস্যদের স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার পাশাপশি পুরস্কার বিতরণ ও কাবাডি খেলার আয়োজন করা হয়। সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে র্যালির উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। দুপুরে পুলিশ লাইনস দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ: জেলা পুলিশের আয়োজনে বেলা সাড়ে ১১টায় শিল্পকলা একাডেমি হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
মৌলভীবাজার: জেলা পুলিশ নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান। দুপুরে পৌরজন মিলনকেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।
কেরানীগঞ্জ: দুপুর ১২টায় বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার। পরে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে আলোচনা সভা এবং পরে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে পুলিশ এবং সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টর আয়োজন করা হয়।
বগুড়া: বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শহীদ খোকন পার্কে র্যালির উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবুর রহমান। পরে শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, বিতর্ক ও নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার দেয়া হয়।
এছাড়া, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়া শহরের উপশহর এলাকায় বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি শেষে এপিবিএন স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ: সকালে শহরের হামদহ এলাকা থেকে র্যালি বের করা হয়। এতে ব্যানার ও ফেস্টুনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
গাজীপুর: সকালে নগরের চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাউকে ক্ষমা করবেন না। যেখানে দুর্নীতি সেখানে সরকার হাত বাড়িয়ে তা নির্মূল করবে।
এ সময় র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি- এ চার দানবের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা নোংরা রাজনীতি করেন, টাকার পেছনে দৌড়ান তাদের আপনারা পরিহার করুন। এসব আমাদের সমাজ জীবনকে কলুষিত করছে। এদের উপড়ে ফেরতে হবে।’
জেলায় আত্মসমর্পণকারী শতাধিক মাদক ব্যবসায়ীর মাঝে ৩০ জনকে অনুষ্ঠানে পুনর্বাসনের জন্য নগদ টাকা ও সেলাই মেশিন দেয়া হয়।