দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া এই ভাইরাসে আরও ২৩ জন মারা গেছেন বলে শুক্রবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮২ জনে দাঁড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মোট ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি।
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯০ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।
নতুন করে মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং চারজন নারী। ঢাকা বিভাগে ১০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৯ জন মারা গেছেন বলে জানান তিনি।