দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরও সাতজনের মৃত্যুর মধ্য দিয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। ৫ হাজার ৯৪১টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন করে ৭০৯ জনসহ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৪০ জনে দাঁড়াল।
নাসিমা সুলতানা আরও জানান, নতুন মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী।
নতুন করে আরও ১৯১ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হলেন ২১০১ জন, যোগ করেন তিনি।