করোনায় প্রাণহানি
কোভিড-১৯: দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ প্রাণহানি, শনাক্ত ১২,৭৪৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশ একদিনে সর্বোচ্চ ২৬৪ জন মারা গেছেন। এর আগে ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯০২ জনে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৭৪৪ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ২৭.১২ শতাংশ। দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।
২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮৬ জনসহ মোট সুস্থ হয়েছে ১১ লাখ ৫৬ হাজার ৯৮৩ জন। সুস্থতার হার ৮৭.৪৭ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের ৯৮ শতাংশ ডেল্টায় সংক্রমিত: বিএসএমএমইউ
দেশে জুলাই মাসে মোট কোভিড সংক্রমণের প্রায় ৯৮ শতাংশে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। আর ১ শতাংশ হচ্ছে সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাম্প্রতিক এক গবেষণায় এ ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ ফল প্রকাশ করেন।
চলতি বছরের ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত গবেষণা চালানো হয়। জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন উপাচার্য নিজেই।
তিনি বলেন, করোনার জিনোম সিকোয়েন্সিং গবেষণার উদ্দেশ্য ভাইরাসটির জিনোমের চরিত্র উন্মোচন, মিউটেশনের ধরণ এবং বৈশ্বিক ভাইরাসের জিনোমের সঙ্গে এর সম্পর্ক বের করা এবং বাংলাদেশি কোভিড-১৯ জিনোম ডাটাবেজ তৈরি করা।
গবেষণায় অন্তর্ভুক্ত কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ। ৯ মাস থেকে শুরু করে ৯০ বছরের বয়স পর্যন্ত রোগী অন্তর্ভুক্ত করা হয়েছিল।
গবেষণায় বলা হয়, যেহেতু কোনো বয়স সীমাই কোভিড-১৯ এর জন্য ইমিউন করছে না, তাই বলা যাবে না যে শিশুদের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের কোনো ঝুঁকি নেই।
এছাড়া যাদের ক্যান্সার, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিসের মতো সংক্রমক রোগ রয়েছে তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। একই সাথে ৬০ ঊর্ধ্ব রোগীদের দ্বিতীয়বার সংক্রমণ হলে সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি বেশি বলে জানানো হয়।
গবেষণায় বলা হয়, দেশে গত ডিসেম্বরে ইউকে বা আলফা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণ হার বেশি ছিল। পরে মার্চের রিপোর্ট অনুযায়ী, সাউথ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমণ হার বেশি ছিল। গত এক মাসের ৩০০ নমুনার জিনোম সিকোয়েন্সিংয়ে দেখা যায়, মোট সংক্রমণের প্রায় ৯৮ শতাংশ হচ্ছে ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট।
বিশ্ব পরিস্থিতি
বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তামানে ডেল্টার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৫৪ হাজার ৯৭৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ১ লাখ ৩৬ হাজার ৪১৯ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪২৬ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৩৯৩ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ৬৮৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৪ হাজার ৭৯৭ জন।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত মোট ৩ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৫৭ জনে।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৬০৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ২৬ হাজার ৫৩৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
আরও পড়ুন: ১০ আগস্ট পর্যন্ত লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
খুলনা বিভাগে করোনায় আরও ৩৪ প্রাণহানি
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ২০ কোটি ছাড়াল
৩ বছর আগে
চট্টগ্রামে করোনায় আরও ১৭ জনের প্রাণহানি
চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭ জন নগরী বাকি ১০ জন উপজেলার বাসিন্দা। গতকাল মৃতের সংখ্যা ছিল ১৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৯৩২ জনে।
বুধবার (২৮ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৯টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে সর্বমোট ২ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষা হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৯১৫ জন। তার মধ্যে ৬৪১ জন নগরীর ও ২৭৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৪৩৬ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৯৬৪ জন নগরের বাসিন্দা ও ১৯ হাজার ৪৭২ জন বিভিন্ন উপজেলার।
পড়ুন: বিশ্বব্যাপী করোনা আক্রান্ত সাড়ে ১৯ কোটি ছাড়াল
ল্যাবভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৮৬৮ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ১২৫ ও উপজেলার ৫১ জন জীবাণুবাহক পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০১ জনের নমুনা পরীক্ষা করা হলে নগরের ৭৪ ও উপজেলার ১০ জনের শরীরে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম নগরের ৭৭ ও উপজেলার ১০ জন জীবাণুবাহক পাওয়া গেছে।
নমুনা সংগ্রহের পরপরই ফলাফল প্রদানকারী এন্টিজেন টেস্টে ৭৯৭ জনের মধ্যে ২৭২ জন জীবাণুবাহক বলে জানানো হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরের ১০১ জন ও উপজেলার ১৭১ জন। চট্টগ্রাম নগরীতে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহকারী কয়েকটি কেন্দ্রে এন্টিজেন টেস্ট করা হয়ে থাকে।
পড়ুন: এক সপ্তাহে ৯০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকা দিয়েছে ভুটান
রোহিঙ্গাদের টিকা দেবে সরকার: পররাষ্ট্র সচিব
এদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরন ল্যাবে ২৫৭টি নমুনায় চট্টগ্রাম নগরের ৮৯ ও উপজেলার ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৪৭ নমুনা পরীক্ষা নগরের ৯৩ জন ও উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫৭ জনের নমুনা পরীক্ষায় নগরে ২৪ জন ও উপজেলার ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হন। আরটিআরএল ল্যাবে ৪৮ নমুনা পরীক্ষা নগরের ২৭ জন আর উপজেলার ৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৬০ নমুনা পরীক্ষায় নগরে ৩১ জন ও উপজেলার এক জন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে কেবল ৫৮ টি এবং এর মধ্যে উপজেলার ৮টি করোনা পজিটিভ।
৩ বছর আগে
করোনায় একদিনে আরও ১৩২ প্রাণহানি, শনাক্ত ২৮.২৭ শতাংশ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু হয়েছে, এর আগে গতকাল দেশে ১৪৩ জনের প্রাণহানি হয়েছিল। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আরও ৮ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৩০ হাজার ৪২ জনে দাঁড়িয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩০১ জন আক্রান্ত হয়েছিল।
আরও পড়ুন: প্রায় ফাঁকা ঢাকার রাস্তাঘাট, মানুষের চলাচলও কম
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। শনাক্তের হার ২৮.২৭ শতাংশ। মৃতদের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৪২২ জন। সুস্থতার হার ৮৮.৭৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে। টিকাদান কার্যক্রম জোরদার করা হলেও, বেশকিছু দেশে তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে গরু পাচারকারীদের তৎপরতায় করোনা সংক্রমণের আতঙ্ক
যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৩৯ লাখ ৫৪ হাজার ৬২১ জন।
এছাড়া একই সময়ে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ২৫ লাখ ৮২ হাজার ২৯১ জনে দাঁড়িয়েছে।
এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৩০৮ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৮৫১ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ২৭০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ৫ হাজার ১২ জন।
আরও পড়ুন: করোনা: খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ১৮৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৩০৪ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৬৩৭ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৭১ জনে।
৩ বছর আগে
করোনায় একদিনে আরও ৩৮ প্রাণহানি, শনাক্ত ৮.৪১ শতাংশ
মহামারি করোনাভাইরাসে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন বলে শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ৩৪৮ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে পৌঁছেছে।
এর আগে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় ২৬ জন মারা যায় এবং ১ হাজার ৫০৪ জন করোনায় আক্রান্ত হয়।
আরও পড়ুন: বিশ্বে করোনায় আক্রান্ত ১৬ কোটি ৫৮ লাখ ছাড়াল
গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৪১ শতাংশ।
নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৫৯ জন। মোট সুস্থ ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৬৫শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৩৮ হাজার ৬৭৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮০০ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮৯ হাজার ২২২ জন।
আরও পড়ুন: টিকা পেতে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জন এবং মারা গেছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৬ হাজার ৩০৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৯৪৯ জন।
৩ বছর আগে
করোনায় প্রাণহানির ঝুঁকি কমাতে পারে না প্লাজমা থেরাপি: সমীক্ষা
ভারত থেকে প্রকাশিত এক নতুন সমীক্ষায় বলা হয়েছে যে প্লাজমা থেরাপি কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রাণহানির সংখ্যা কমাতে পারেনি বা করোনার মাঝারি থেকে মারাত্মক আকার ধারণ করা থেকেও রক্ষা করতে পারে না।
৪ বছর আগে
করোনায় মে মাসে বাংলাদেশে মৃত্যু ৪৮২, আক্রান্ত ৩৯৩৮৬
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে বেড়েই চলেছে। নতুন করে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
৪ বছর আগে
দেশে করোনা আক্রান্ত ১৩ হাজার ছাড়াল, মোট মৃত্যু ২০৬
দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৭০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আরও সাতজনের মৃত্যুর মধ্য দিয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।
৪ বছর আগে