করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে আজও মৃত্যুতে রেকর্ড হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫৮ জনের। এসময় শনাক্ত হয়েছে আরও ১৪ হাজার ৯২৫ জনের।
মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯, ৭৭৯ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন।
আরও পড়ুনঃ বিশ্বে করোনায় মৃত্যু ৪১ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে
গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৪৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৮.৪৪ শতাংশ। এই পর্যন্ত করোনায় দেশে মৃত্যুর হার ১.৬৬ শতাংশ। অদ্যাবধি সুস্থ হয়েছে ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। সুস্থতার হার বেড়ে ৮৫.৫৮ শতাংশ।
আরও পড়ুনঃ রামেকের করোনা ইউনিটে আরও ২১ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ৫০ জন, চট্টগ্রামে ৬১ জন, রংপুরে ১১জন, বরিশালে ১৩ জন, সিলেটে ৭ জন, রাজশাহীতে ২১ জন এবং ময়মনসিংহে ১১ জন মারা গেছেন।