ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (ইউএনবি)- রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে ৪ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনভুত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ১০টা ৫০ মিনিটে অনুভূত হওয়া এ কম্পনের উৎপত্তি ছিল রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুর।
তবে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা জানা যায়নি।