বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কখনও কখনও তারা ভবিষ্যদ্বাণী করে এবং পরে সময় সময় তাদের অবস্থান পরিবর্তন করে।’
আরও পড়ুন: চলতি অর্থবছরে দেশের জিডিপিতে প্রবৃদ্ধি হবে ১.৬ শতাংশ: বিশ্বব্যাংক
বহুপাক্ষিক এ দাতা সংস্থা ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১.৬ শতাংশ হবে বলে তাদের এক পূর্বাভাসে জানিয়েছে। যেখানে জাতীয় বাজেটে সরকার জিডিপি প্রবৃ্দ্ধি ৭.৪ শতাংশ নির্ধারণ করেছে।
বিশ্বব্যাংকের এমন পূর্বাভাসকে উড়িয়ে দিয়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো আছে।’
আরও পড়ুন: ২০২১ সালের ডিসেম্বরে রিজার্ভ ৫০ বিলিয়ন হতে পারে: অর্থমন্ত্রী
‘আমদানি বাদে সব খাতই ভাল করছে। আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমে গেছে,’ বলেন তিনি।
অর্থমন্ত্রী জানান, তারপরও সরকার পরিস্থিতি পর্যালোচনা করবে এবং রাজস্ব আদায়ের পরিমাণ উন্নতিতে বেশ কিছু ব্যবস্থা নেবে।
কালো টাকা সাদা করা
কালো টাকা সাদা করা প্রসঙ্গে বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনকে আগ্রাহ্য করে অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাসের এই মহামারিকালে প্রায় ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে।
আরও পড়ুন: অর্থনীতির বর্তমান উত্তরণের সাথে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস সামঞ্জস্যহীন: অর্থমন্ত্রী
‘এটা ভালো দিক, কারণ এটি (কালো টাকা সাদা) অর্থনীতিতে গতি সঞ্চার তৈরি করবে। আমাদের উদ্দেশ্য সফল হয়েছে,’ বলেন তিনি।
এসময় অর্থমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, চলতি অর্থ বছরের বাজাটেও কালো টাকা সাদা করার বিধান রাখা হয়েছিল।
‘আমাদের পলিসির কারণে এই টাকা কালো হয়েছে’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, উচ্চ রেজিস্ট্রেশন ফি এবং উচ্চ স্ট্যাম্প শুল্কের কারণে ফ্ল্যাট ও জমি কেনার পরে লোকজন রেজিস্ট্রেশন করতে আগ্রহী ছিল না।’
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতি সচল আছে: স্বাস্থ্যমন্ত্রী
অর্থমন্ত্রীর দাবি, সরকার স্ট্যাম্প শুল্ক এবং নিবন্ধন ফি হ্রাস করার পরে মানুষ এখন তাদের রিয়েল এস্টেট সম্পত্তি নিবন্ধন করছে।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অটোমেশন না হওয়া পর্যন্ত আয়কর রিটার্নি এবং আয়কর দাতাদের মধ্যেকার সৃষ্ট গ্যাপ পূরণ হবে না।
আরও পড়ুন: দেশের অর্থনীতি, জিডিপি নিয়ে সরকার মিথ্যাচার করছে: ফখরুল
প্রসঙ্গত, বাংলাদেশে মোট আয়কর রিটার্নির সংখ্যা পাঁচ মিলিয়ন, যেখানে আয়কর দাতার সংখ্যা মাত্র ২.৫ মিলিয়ন।