র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
সুমন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ‘সুমনের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করে সে দৃশ্য ভিডিওতে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে।’
তিনি জানান, সুমন পেশায় একজন রাজমিস্ত্রী। ভাঙ্গা এলাকায় কাজের সূত্র ধরে তার সাথে ওই তরুণীর পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরেই সুমন মোল্লা আনুমানিক তিন মাস আগে ওই তরুণীকে ধর্ষণ করে এবং বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে। গোপনে ধারণকৃত এই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই তরুণীর অভিভাবকের কাছ থেকে বিভিন্ন সময় অর্থ দাবি করে আসছিল।
রইছ উদ্দিন আরো জানান, পরবর্তীতে ওই তরুণী আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন জনের মোবাইলে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কাছে সহায়তা কামনা করেন। এ প্রেক্ষিতে র্যাব সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিরাজ হোসেন ইউএনবিকে বলেন, এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে সুমন মোল্লাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করেছেন।