নওগাঁ, ০৬ ডিসেম্বর (ইউএনবি)- নওগাঁর সাপাহারে হুমায়ন কবির (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার সকালে উপজেলার আদাতলা সীমান্তের ২৪২ নং মেইন পিলার এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে আটক হন তিনি।
আটক হুমায়ন সীমান্ত এলাকা জালসুকা গ্রামের ছাবেত আলীর ছেলে।
আদাতলা বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, সকালে কয়েকজন গরু ব্যাবসায়ী চোরাই পথে গরু আনতে ভারতে প্রবেশ করে। এসময় ভারতের রাঙ্গামাটি খুঁটাদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যেতে পারলেও হুমায়ন ধরা পড়েন।
বিএসএফের বরাত দিয়ে সুবেদার জাহাঙ্গীর আরও জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে হুমায়ুনকে মালদহ জেলার বামন গোলা থানায় স্থানান্তর করা হয়েছে।