নরসিংদী, ০৬ জুলাই (ইউএনবি)- নরসিংদীতে গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার তাতারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন ওরফে নুরা ‘ডাকাত’ (২৯) গোবিন্দি গ্রামের মিয়া চাঁনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম জানান, এক দল ‘ডাকাত’ বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশে ওই গ্রামের সোলাইমানের বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে।
ডাকাতদের উপস্থিতি টের পেয়ে পাশের মসজিদের ইমাম মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী বাড়িটিকে ঘিরে ফেরে।
এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও গ্রামবাসী এক ‘ডাকাতকে’ ধরে গণপিটুনি দেয়। পরে ঘটনাস্থলেই নুরা ‘ডাকাতের’ মৃত্যু হয়।
নুরা খুন, ডাকাতিসহ নয় মামলার আসামি বলে জানায় ওসি।