নাটোর, ০৯ জানুয়ারি (ইউএনবি)- কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগে নাটোরে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বলাড়িপাড়া অভিযান চালিয়ে শিক্ষক মাহামুদুন্নবী মিলনকে আটক করে।
এসময় তার বাড়ি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের বিপুল পরিমান খাতা উদ্ধার করা হয়। তবে আটক শিক্ষক মিলন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে জানিয়েছেন, কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা থেকে টপ শিট পরিবর্তন করে ফাঁকা খাতায় উত্তর লিখে আবার টপ শিট লাগিয়ে অভিনবভাবে জালিয়াতি করে আসছিলেন তিনি। এর আগে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে নাটোরের ন্যাশনাল ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনলজি নামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিলনকে চাকরিচ্যুত করা হয়।
এদিকে জালিয়াতির সাথে জড়িত থাকার সন্দেহে নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকসহ বেশ কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে ভ্রাম্যমাণ আদালত।