নাটোরের সিংড়ায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামী, শাশুড়ি ও ননদকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিশেষ পিপি আনিসুর রহমান জানান, আড়াই লাখ টাকা যৌতুকের দাবিতে নাটোরের সিংড়া উপজেলার গুটিয়া গ্রামের গৃহবধূ খাদিজা কবরী লিমাকে নিয়মিত নির্যাতন করে আসছিলো শশুড়বাড়ির লোকজন। এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ২ অক্টোবর লিমাকে হত্যা করে বাড়ির বারান্দায় লাশ ফেলে পালিয়ে যায় সবাই।
আরও পড়ুন: কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে জোর করে বিয়ে, ‘বর’ ও ঘটককে কারাদণ্ড
এ ঘটনায় লিমার বাবা মামলা করলে প্রয়োজনীয় তথ্য প্রামাণের ভিত্তিতে বিচারক স্বামী সানিউল (২২), শাশুড়ি সাবিনা (৪০) ও ননদ রিভাকে (২৪) ওই দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযুক্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ফরিদপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড