দেশের ৬৪টি জেলা ও মেট্রোপলিটনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ের কর্মকর্তাদের কাজ মনিটরিং এবং রিপোর্ট প্রণয়ন ও ট্যাব ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু নূর মো.শামসুজ্জামান।
তিনি বলেন, জাইকার বিতরণ করা ট্যাবের যথাযথ ব্যবহারের মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কাগজবিহীন প্রতিবেদন তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
আরও পড়ুন: জাইকার সহায়তায় প্রণীত হলো ডায়াবেটিস মেলিটাস সংক্রান্ত জাতীয় নির্দেশিকা
বিএফএসএ ট্রেনিং রুমে আয়োজিত ট্যাব বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকা প্রজেক্টের টিম লিডার আতসুশি কোয়ামা।
তিনি বলেন, 'বিতরণকৃত ট্যাব ব্যবহারের মাধ্যমে কর্তৃপক্ষের জেলা পর্যায়ে নিয়োজিত কর্মকর্তারা মনিটরিং কার্যক্রম আধুনিকায়ন ও আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএ'র সদস্য মনজুর মোর্শেদ আহমেদ।
তিনি বলেন, মনিটরিং নিশ্চিত করতে আজকের ট্যাব বিতরণ কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষ একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে গেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাইকার প্রকল্প পরিচালক আবদুন নাসের খান। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আধুনিকায়নের উদ্যোগের জন্য জাইকাকে ধন্যবাদ জানান।