ঢাকা, ১৫ আগস্ট (ইউএনবি)- নিরাপদ সড়ক আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর ঘটনায় দুই শিক্ষার্থীকে আটক করেছে সিআইডি।
আটকরা হলেন-ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) শিক্ষার্থী নাজমুস সাকিব (২৪) এবং জামিয়া নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থী আহমেদ হোসেন (১৯)।
মঙ্গলবার রাত ৭টার দিকে সাকিবকে ফার্মগেটের পূর্ব রাজাবাজার এবং হোসেনকে কামরাঙ্গিরচর এলাকা থেকে আটক করে সিআইডি।
সিআইডির স্পেশাল সুপার (অরগানাইজড ক্রাইম ইউনিট) মোল্লা নজরুল ইসলাম ইউএনবিকে বলেন, সিআইডির অরগানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তিনি বলেন, বুধবার আইসিটি আইনের ৫৭ (২) ধারায় পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।