সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের আগামী ৩০ জানুয়ারির নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৩১টি সংগঠন সোমবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
রাজধানীর পল্টনে শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সংগঠনগুলো এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।
তারা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবেন।
আগামী সোমবার দেশব্যাপী দুই ঘণ্টার অনশন কর্মসূচি পালন করা হবে। আর ২৪ জানুয়ারি দিনব্যাপী অবস্থান কর্মসূচির পাশাপাশি ২৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক বলেন, এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন সিটি নির্বাচন না পেছালে ২৮ জানুয়ারি তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।
এদিকে, নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রায় ৪০ শিক্ষার্থী আমরণ অনশন করছেন। ঢাবি উপাচার্য এবং তিন শিক্ষক এ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছেন।