বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পরও নবনির্বাচিত সভাপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে দলটি ‘কোনো মন্তব্য নয়’ নীতি অবলম্বন করেছে।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমি আজ (বুধবার) একই উত্তর দেব। এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।’
আরও পড়ুন: বিএনপি নির্বাচনে যেতে ভয় পায়, তাই পথ হারিয়ে তারা পদযাত্রা করছে: সেতুমন্ত্রী
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে তাদের দলের কোনো আগ্রহ নেই। ‘সুতরাং, আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাই না।’
অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির অন্য দুই সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমানও এ বিষয়ে নীরব থাকেন।
সোমবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের ফলাফল গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত জেলা জজ, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে রবিবার নির্বাচন কমিশনে (ইসি) কাগজপত্র জমা দিয়েছে আওয়ামী লীগ।
সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঘোষণা করেন, ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরে মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রজ্ঞাপন জারি করে ইসি।
মোশাররফ বলেন, দেশের জনগণ বিএনপির কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। কারণ তারা বর্তমান 'ব্যর্থ' শাসনকে আর ক্ষমতায় দেখতে চায় না। ‘জনগণ সমস্ত দমনমূলক কর্মকাণ্ডকে জয় করে বিজয়ের জন্য তাদের সংগ্রাম চালিয়ে গেছে।’
তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নির্ধারিত কর্মসূচির দিনগুলোতে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাসীন দল ক্রমশ সহিংসতা উসকে দেয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘বিরোধী দলগুলো সচেতনভাবে এই ফাঁদে পা দিচ্ছে না এবং উসকানির জবাব দিচ্ছে না। তাই মন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতারা হতাশা থেকে চলমান শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে বেপরোয়া মন্তব্য করছেন।’
বিএনপি নেতা দাবি করেন, গত শনিবার তাদের রোডমার্চ কর্মসূচি পালনের জন্য সব ইউনিয়নে তাদের দলের নেতাকর্মীরা রাস্তায় নেমেছিলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ওইদিন সব ইউনিয়নে ‘শান্তি সমাবেশের’ নামে পাল্টা কর্মসূচি ঘোষণা করলেও অধিকাংশ ইউনিয়নে কর্মসূচি পালন করতে ব্যর্থ হয়।
মোশাররফ বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে সাংগঠনিক দুর্বলতা প্রকাশ করছে।
আরও পড়ুন: বিএনপি রাজনীতি করে খালেদা ও তারেকের জন্য, জনগণের জন্য নয়: তথ্যমন্ত্রী