চিত্রনায়িকা পরিমণির করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির ইউ মাহমুদ ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ তাদের আদালতে হাজির করলে ঢাকার জৈষ্ঠ্য বিচারিক হাকিম শাহজাদি তাহমিদা জামিন আবেদন মঞ্জুর করেন।
আরও পড়ুন: পরীমনির মামলায় নাসির-অমি ৫ দিনের রিমান্ডে
এর আগে ২৩ জুন আদালত নাসির ও অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে জৈষ্ঠ্য বিচারিক হাকিম রাজিব হাসান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি ১৪ জুন সাভার মডেল থানায় নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন।
পরের দিন পুলিশের গোয়েন্দা দল (ডিবি) নাসির, অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: মাদক মামলায় নাসির ও অমি ৭ দিনের রিমান্ডে
এর আগে পরিমণি তার ভেরিফয়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে একটি স্ট্যাটাস দেন। তাতে দাবি করেন, উত্তরা বোর্ড ক্লাবে ছয়জন তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেছিল।