জাতিসংঘের সভ্যতা জোটের দশম গ্লোবাল ফোরামে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পর্তুগালের ক্যাসকাইসে সোমবার(২৫ নভেম্বর) থেকে শুরু হবে তিন দিনব্যাপী এই আসর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উপদেষ্টা রবিবার(২৪ নভেম্বর) সকালে লিসবনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আরও পড়ুন: ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নিউইয়র্কে তৌহিদ ও জয়শঙ্করের বৈঠক
'ইউনাইটেড ইন পিস: রিস্টোরিং ট্রাস্ট, রিশেপিং দ্য ফিউচার- রিফ্লেক্টিং অন টু ডিকস অব ডায়ালগ ফর হিউম্যানিটি' প্রতিপাদ্যের ওপর আলোকপাত করে ফোরামটি প্রতিষ্ঠার পর থেকে ইউএনএওসির অর্জনগুলো তুলে ধরবে এবং উদযাপন করবে। আগামী বছরগুলোর জন্য 'এক মানবতার' রূপরেখা তৈরি করবে।
২০০৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৫৯তম অধিবেশনে স্পেন ঘোষিত 'সভ্যতার জোট' ইউএনএওসি যাত্রা শুরু করে। রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী ও উপমন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের পাশাপাশি সমাজের সকল ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতারা 'সভ্যতার জোট'র ২০ বছরের কর্মকাণ্ডকে তুলে ধরার সুযোগ পাবেন।
আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএওসি স্পেন ও তুরস্কের আন্ডার সেক্রেটারি জেনারেল ও উচ্চ প্রতিনিধি মিগুয়েল অ্যাঞ্জেল মোরাতিনোস।
ইউএনএওসি গ্রুপ অব ফ্রেন্ডসের উচ্চ পর্যায়ের বৈঠকে মন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলের প্রধানদের অংশগ্রহণ থাকবে।
আরও পড়ুন: ইতালির ভিসা সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে, আশা উপদেষ্টা তৌহিদের