পাবনা, ১৩ মে (ইউএনবি)- পাবনার দাশুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম কোকেনসহ মামুনুর রশিদ ও শাহ আলম নামের দুজনকে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে কোকেনসহ তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার বানিয়াপাড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মামুনর রশিদ ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কল্যাণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহ আলম।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার পুলিশের এএসপি খলিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দাশুড়িয়া এলপিজি স্টেশন এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায়। অভিযানে মামুন ও আলমের কাছ থেকে ৩৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
অবৈধ মাদক বহনের দায়ে তাদের আটক করে রাত ১০টার দিকে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়।