ঢাকা, ০৪ মার্চ (ইউএনবি)- রাসায়নিকের গুদাম থাকায় সোমবার পুরান ঢাকার বিভিন্ন এলাকার ২৯টি ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এ নিয়ে চার দিনে মোট ৭৬টি হোল্ডিংয়ের পরিষেবা বিচ্ছিন্ন করা হলো।
গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের ভয়াবহ আগুনে ৭১ জন নিহত হওয়ার ঘটনার জেরে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।
পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায় এবং তা ১ এপ্রিল পর্যন্ত চলবে বলে ডিএসসিসি সূত্র জানিয়েছে।
সোমবার তাঁতিবাজার এলাকায় সাতটি, হরনাথ ঘোষ ও নন্দকুমার দত্ত রোডে আটটি, হাজারীবাগের নীলাম্বর ও মনেশ্বর রোড এলাকার আটটিসহ মোট ২৯টি হোল্ডিংয়ের পরিষেবা বিচ্ছিন্ন করে দেয়া হয়।