মাগুরার সদরের দেড়ুয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এক কৃষকের ২৫০টি গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াদ আলী বলেন, এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী মহসিন বিশ্বাস দীর্ঘদিন যাবৎ নিরীহ গ্রামবাসীদের ওপর নানাভাবে অন্যায় অত্যাচার করায় বিভিন্ন সময় আমি তার প্রতিবাদ করি। এ কারণে মহসিনের সাথে আমার বিরোধের সৃষ্টি হয়।
এর জেরে বুধবার দিবাগত রাতে মহসিন বিশ্বাস দলবল নিয়ে তার এক বিঘা জমির ওপর লাগানো দুই শতাধিক কলাগাছ ও পাশের জমির ৫০টি ছোট মেহগনি গাছ কেটে ফেলে।
গাছ কাটার ঘটনা টের পেলেও ভয়ে তাদের বাধা দিতেও পারেননি তিনি।
এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান ইয়াদ আলী।
এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, দেড়ুয়া গ্রাম এলাকায় গাছ কাটার বিষয়টি শুনেছেন। এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।