দেশীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় কাজ করা ২৫ সংগঠনের নেটওয়ার্ক ডিজ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশ ও ইউএনডিপির প্রতিবন্ধিতা বিষয়ক এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।
ইমপ্যাক্ট ফাউন্ডেশনের ট্রাস্ট্রি মনসুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. আলম বলেন, বাংলাদেশ সরকার প্রতিবন্ধিতা বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০১৯ প্রণয়ন করেছে।
জাতীয় সামাজিক সুরক্ষা কৌশলের আওতায় এক লাখ গরিব প্রতিবন্ধী ব্যক্তিকে ইতোমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
কর্মশালায় উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, কোভিড-১৯ মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধীরা। সরকারের সামাজিক সুরক্ষার বেষ্টনীর বর্তমান পরিধি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পর্যাপ্ত নয় উল্লেখ করে আগামী ২০২১-২০২৫ সালের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতিবন্ধীতা-বান্ধব করার জন্য সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয় এ সময়।
এছাড়াও সামাজিক সুরক্ষার বেষ্টনীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অধিকতর বাজেট বরাদ্দের জোর দাবি জানানো হয়েছে।
অনুষ্ঠানে ডিজ্যাবিলিটি অ্যালায়েন্স অন এসডিজিস বাংলাদেশের কনভেনার ও সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ইউএনডিপির আমিনুল আরিফিন এবং সাইটসেভার্সের অয়ন দেবনাথ, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
বক্তারা কোভিড-১৯-এর কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ও মতামত দেন।