জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক আবু জাফর পান্না আর নেই।
শুক্রবার দুপুর ১টায় রাজধানীর নিউরোসাইন্স ইনস্টিটিউট হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা যান তিনি (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য সহকর্মী, সুহৃদ রেখে যান।
আবু জাফর পান্না সত্তরের দশকের শুরুতে ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ অবজারভার দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে মর্নিং নিউজ, ফিনান্সিয়াল এক্সপ্রেসসহ (লন্ডন) বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেন। সর্বশেষ দ্য নিউজ টুডে’র ব্যবস্থাপনা সম্পাদক পদ থেকে কয়েক বছর আগে অবসর নেন।
তিনি ১৯৪৩ সালের ১৪ এপ্রিল ফেনী জেলায় জন্মগ্রহণ করেন।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবু জাফর পান্নার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।