করোনাভাইরাস পরিস্থিতির কারণে মালদ্বীপে কর্মস্থলে যোগদান করতে না পারা ১১ বাংলাদেশি চিকিৎসক এবং উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে শনিবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০বি উড়োজাহাজ ঢাকা থেকে মালদ্বীপ রওনা হয়েছে।
বিমানবাহিনীর ১৯ জন ক্রুর সমন্বয়ে মিশনের নেতৃত্ব দিচ্ছেন এয়ার কমোডর এমএ আউয়াল হোসেন।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাত মিশনটি সম্পাদনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন বলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান।
এ সময় সহকারী চিফ অব এয়ার স্টাফ (অপারেশন্স) এয়ার ভাইস মার্শাল এম আবুল প্রমুখ উপস্থিত ছিলেন।