ফেনীর সীমান্ত দিয়ে ভারতীয় বাহনী বিএসএফ ৩৯ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে(পুশ-ইন)। জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ৬টি পরিবারের বাংলাদেশি ২৪ নাগরিককে ঠেলে দেওয়া হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ৪টার মধ্যে ছাগলনাইয়া পৌরসভার মটুয়া সীমান্ত দিয়ে ১২ জন ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্ত দিয়ে ১২ জন ও কুমিল্লা-ফুলগাজী সীমান্তে ১৫ জনসহ মোট ৩৯ জনকে পুশ-ইন করা হয়।
বিজিবি ৪ ব্যাটালিয়ন তাদের আটক করে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও ১৩ জন শিশু রয়েছে। ছয়টি পরিবারের মধ্যে পাঁচটি মুসলিম ও একটি হিন্দু পরিবার রয়েছে।