২০২৪ সালের মুক্তিযুদ্ধের চেতনায় লড়াই করা তরুণদের আশা-আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়ে 'নতুন বাংলাদেশ' গড়তে সকল ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের ১২তম সাধারণ কাউন্সিলে জামায়াত আমির জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রতিষ্ঠায় সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘২০২৪ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তরুণদের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশ এগিয়ে যাবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হবে।’
আরও পড়ুন: ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়: জামায়াতের আমীর
জামায়াত আমির আক্ষেপ করে বলেন, 'গত দেড় দশক ধরে দেশের আলেম-ওলামারা দেশে নজিরবিহীন অবিচার ও প্রতিহিংসার শিকার হয়েছেন।’
সম্মেলনে বিভিন্ন ইসলামী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।