সিলেট, ২৭ জানুয়ারি (ইউএনবি)- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে কটূক্তি ও তাদের ছবি বিকৃতি করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে শনিবার এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রাতে নগরীর আম্বরখানা লিচুবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল কালাম (৫২) জেলার চাটখিলের রাম নারায়ণপুরের মৃত আমিন উল্লাহর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে আটক করে।’
কালামকে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।