তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ অনুসরণ করে আমাদের দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করতে হবে।’
স্বাধীনতার চেতনাকে প্রজন্মের পর প্রজন্ম ধারণ করতে হবে: আইজিপি
বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা এবং ‘দিশারী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীও বক্তব্য দেন।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘রাজনীতির আতশি কাচ’ দিয়ে না দেখে ‘দেশপ্রেমের আতশি কাচ’ দিয়ে দেখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যে বাঙালি জাতির চার হাজার বছরের শোষণ ও বঞ্চনার প্রতিফলন ঘটে।’
পুলিশ সুপারদের ‘চেঞ্জ মেকার’ হিসেবে কাজ করতে হবে: আইজিপি
পুলিশ প্রধান বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত দেশ হয়ে উঠব এবং বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করে এগিয়ে যাব।’