ঢাকা, ৩১ মার্চ (ইউএনবি)- রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে ২৬ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দায়িত্ব পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) প্রদান করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডে দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব রবিবার সকালে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।’
শনিবার সন্ধ্যায় বনানী থানার উপ-পরিদর্শক মিল্টন দত্ত বাদি হয়ে এফআর টাওয়ারের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক (৬৫) রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল (৫৭) কাসেম ড্রাইসেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসভির উল ইসলাম (৬২), এফআর টাওয়ারের ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও আরও কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
ইতিমধ্যে মামলায় অভিযুক্ত ফারুক ও তাসভিরকে গ্রেপ্তার করেছে ডিবি।
গত বৃহস্পতিবার দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এতে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হন।