দেশের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একটি কমিটি গঠন করতে বলা হয়েছে।
সোমবার জাতীয় সংসদ ভবনে এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে ২৫তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে ইতিপূর্বে গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি, সুনামগঞ্জ ও সিলেটের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, বন্যা কবলিত এলাকায় সরকারের পদক্ষেপ এবং নদী ভাঙ্গন রোধে মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
আরও পড়ুন: বন্যা কবলিত জেলায় বিশেষ কৃষিঋণ দেয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
প্রস্তাবিত কমিটির প্রধান কাজ হবে-কী পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে, বন্যা কবলিত মানুষের দুর্ভোগ লাঘবের প্রয়োজনীয়তা নিরূপণ, বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বন্যার পর যথাযথ ব্যবস্থা নেয়া।
নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে নলকূপ স্থাপন, বাড়িঘর ও স্কুল নির্মাণের জন্য টিন বিতরণ এবং বন্যা কবলিত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য ওষুধ দেয়ার পরামর্শ দিয়েছে পার্লামেন্টারি ওয়াচডগ।
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যাকবলিত মানুষের পাশে প্ল্যান ইন্টারন্যাশনাল
সমানভাবে বিতরণের পরিবর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্যা কবলিত এলাকায় বন্যার ত্রাণ বরাদ্দ দেয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সংসদীয় কমিটির সদস্য পঞ্চানন বিশ্বাস, আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল, মুজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা উপস্থিত ছিলেন।