রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মনোজ্ঞ বৈশাখী উৎসবের মাধ্যমে শনিবার বাংলা নববর্ষকে বরণ করে নেয় তারা। এ বছরের উৎসবের মূল উপাপাদ্য ছিল ‘উৎসবে বাংলাদেশ’।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ছাড়াও অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ফারুক খান, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব), সাবেক রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রদূত, সম্মানিত ব্যক্তিবর্গ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও তাদের পরিবার উপস্থিত ছিল।
এ বছর ফোসা আয়োজিত উৎসবটি বৈচিত্রময় সংস্কৃতি ও ধর্মকে ভিত্তি করে বাংলাদেশের উৎসবগুলোকে উপস্থাপন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল দেশীয় নৃত্য, লোকজ সংগীত, কবিতা আবৃত্তি ইত্যাদি। এছাড়াও ভারতীয় ও শ্রীলংকান ঐতিহ্যমণ্ডিত নৃত্য পরিবেশিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় মঙ্গল শোভাযাত্রা দিয়ে এবং বাঙালি বাহারী রকমের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
এর আগে ফোসার সভাপতি সোনিয়া সুলতানা (নাসরীন) স্বাগত বক্তব্য প্রদান করেন।