থাই লায়ন এয়ারের একটি বিশেষ বিমানে বৃহস্পতিবার ১৯৭ জনকে নিয়ে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছে থাই নাগরিকদের আরও একটি দল।
বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১১ টায় ছেড়েছে এবং দুপুর আড়াইটায় ব্যাংককে পৌঁছানোর কথা রয়েছে।
বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুণরং ফোথং হামফ্রিস এবং দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে থাই নাগরিকদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রয়্যাল থাই দূতাবাস ১৭ এপ্রিল প্রথম ফেরত যাওয়া বিমানের ব্যবস্থা করেছিল এবং বাংলাদেশ থেকে ৩৫ জন থাই নাগরিককে দেশে ফিরতে সহায়তা করেছিল।
আরও থাই নাগরিক যারা থাইল্যান্ডে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন তাদের ফেরত নেয়ার জন্য আরও একটি বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বহির্গমন বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ জানায় দূতাবাস।