তিনি বলেন, ‘সবার সহযোগিতায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ জন্য আমি দেশের জনগণকে ধন্যবাদ জানাই। করোনাভাইরাস না আসলে আমরা আরও অনেক কাজ করতে পারতাম। তবে যা কিছুই হোক না কেন বাংলাদেশের জনগণ সব প্রতিবন্ধকতা অতিক্রম করার সক্ষমতা রাখে।’
সোমবার গণভবন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে যোগ দিলে উপস্থিত সহকর্মীরা প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ।
বৈঠকে শেখ হাসিনা বলেন, তিনি দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ হিসেবে রূপ দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাবা-মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে দেশের জন্য তার কাজ করা কঠিন ছিল।
‘তবে সর্বোপরি, আমি একটি জিনিসই ভেবেছিলাম যে আমি আমার দেশ এবং জনগণের জন্য এমন কিছু করতে চাই যা আমার বাবা খুব আগ্রহের সাথে ভালোবাসতেন। আমাকে তার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে,’ বলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
তিনি দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের দোয়া কামনা করেন।
‘আপনাদের দোয়া চাই যাতে আমি যত দিন বেঁচে থাকি সম্মানের সাথে বাঁচতে পারি এবং দেশের মানুষ আমার কাছ থেকে উপকৃত হয়,’ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।