বাংলাদেশে প্রাণিজ আমিষ রপ্তানির লক্ষ্যে আলজেরিয়াভিত্তিক বালাত ব্রাদার্স স্লটারহাউস কোম্পানি ও বাংলাদেশের আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার ঢাকায় আলজেরিয়ান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এ চুক্তির আওতায় প্রতিবছর রপ্তানির পরিমাণ ৩৫ লাখ মার্কিন ডলারে উন্নীত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলজেরিয়ার বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন মন্ত্রী অধ্যাপক কামাল রেজিগ।
আরও পড়ুন: কালো টাকা সাদা করার সব সুযোগ বাতিলের আহ্বান টিআইবির
চুক্তিতে বালাত গ্রুপের জেনারেল ম্যানেজার লাখদার বালাত ও আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী স্বাক্ষর করেন।
প্রাথমিকভাবে ১২ লাখ মার্কিন ডলার মূল্যের প্রাণিজ প্রোটিন রপ্তানির জন্য এই চুক্তি করা হয়।
গত তিন বছরে বালাত ব্রাদার্স স্লটারহাউস কোম্পানি বাংলাদেশে মোট ২৫ লাখ মার্কিন ডলারের প্রাণিজ প্রোটিন রপ্তানি করেছে বলে জানায় দূতাবাস।