স্পেনের অনেক উদ্যোক্তা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে বাংলাদেশে আসতে আগ্রহী বলে জানিয়েছেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত।
বুধবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎকালে ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস এ কথা বলেন।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'স্পেনের বিনিয়োগকারীদের এখানে স্বাগত জানাই। তারা তাদের পছন্দ অনুযায়ী খাতে বিনিয়োগ করতে পারেন।'
এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের