যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে দুই মার্কিন সিনেটরের সঙ্গে দেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দূতাবাসের আউটরিচ কর্মসূচির অংশ হিসেবে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে সোমবার (৩০ অক্টোবর) জানিয়েছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।
রাষ্ট্রদূত ইমরান গত সপ্তাহে সিনেটর জেফ মার্কলি (ডি-ওরেগন) এবং সিনেটর বিল হ্যাগার্টি (আর-টেনেসি) এর সঙ্গে তাদের নিজ নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন। সিনেটর জেফ মার্কলি এবং সিনেটর বিল হ্যাগার্টি উভয়ই বৈদেশিক সম্পর্ক সম্পর্কিত সিনেট কমিটির সদস্য।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশের চিত্তাকর্ষক আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে মার্কিন সিনেটরদের অবহিত করেন।
রাষ্ট্রদূত ইমরান মানব উন্নয়ন, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতাসহ সকল সামাজিক সূচকে এ সময়ের অগ্রগতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের ব্যাপক অবকাঠামো উন্নয়ন সম্পর্কেও তাদের অবহিত করেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল সম্পূর্ণরূপে চালু করুন: ধনী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান