প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সুইজারল্যান্ড।
বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এসএম রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এ আগ্রহের কথা জানান।
সুইস রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার ৫০ বছর উদযাপন উপলক্ষে তার দেশ ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতে কাজ করতে চায়।
আরও পড়ুন: বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত
তিনি বলেন, ‘সুইজারল্যান্ড দুর্যোগপ্রবণ এলাকায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ ও প্রভাব মোকাবিলায় কার্যক্রম ত্বরান্বিত করতে চায়। আমরা জলবায়ু পরিবর্তনকে অভিযোজন করতে এবং এর থেকে ঝুঁকি কমাতে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বিনিয়োগ করতে চাই।’
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সুইজারল্যান্ড এখানে অবদান রাখতে চায়। কিছু সরকারি ও বেসরকারি সংস্থা দুর্যোগপ্রবণ দ্বীপে বিনিয়োগ করতে আগ্রহী।
জবাবে মন্ত্রী বলেন, উভয় দেশ পারস্পরিক স্বার্থে যে কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় করতে পারে। তিনি সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের পরামর্শ দেন।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও আমাদের জিডিপি প্রবৃদ্ধির জন্য প্রাকৃতিক সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০০ বছরের উন্নয়নের জন্য ডেল্টা প্ল্যান গ্রহণ করেছেন এবং তিনি ইতিমধ্যে ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন করেছেন। আমরা দেশের উন্নয়নে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছি এবং খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করছি। সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কারণে বাংলাদেশ ইতিমধ্যে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে অপ্রত্যাশিত পরিবর্তন করেছে।