প্রথমবারের মতো অডিও-ভিজ্যুয়াল ফরম্যাটে ২০২২-২৩ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উন্মোচন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এ এম এ মুহিত সীমিত আকারে বাজেটের অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রথম চালু করলেও সংসদের সভাপতিত্বে থাকা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে কামাল ডিজিটাল অগ্রগতির এ সুযোগ নেন।
প্রায় দুই ঘণ্টার অডিও-ভিজ্যুয়াল বাজেট উপস্থাপনের শুরুতে এবং শেষে কালো মুজিব কোট পরা অর্থমন্ত্রী কয়েক মিনিট বক্তব্য দেন।
আরও পড়ুন: বাজেট ২০২২-২৩: মূল্যস্ফীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী
তথ্যপ্রযুক্তি খাতের চাহিদা মেটাতে ২০২৫ সালের মধ্যে ৬০ হাজারেরও বেশি এবং ২০৩০ সালের মধ্যে এক লাখ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনে বলেন, সর্বস্তরের মানুষ এখন বিশ্বাস করে তাদের দোরগোড়ায় সব ধরনের সেবা পাওয়া সম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এই আস্থা অর্জনই সরকারের সবচেয়ে বড় অর্জন।
আরও পড়ুন: পদ্মা সেতু যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি ঘটাবে: কামাল