মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবির কথা জানিয়েছেন মাতৃত্বকালীন ভাতা এবং স্বপ্ন প্যাকেজ প্রবর্তনকারী সংগঠনের (ডর্প) উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার ও প্রতিষ্ঠাতা এএইচএম নোমান।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে দেশে প্রায় ৭ লাখ দরিদ্র মা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন। একটি ইউনিয়নে গড়ে ৭০-৮০ জনের বেশি গরীব গর্ভবতী মা পাওয়া যায়না। তাই ভাতা প্রদানের সাত শর্তযুক্ত নীতিমালা বাস্তবায়ন লক্ষ্যে সংখ্যা না বাড়িয়ে ভাতার পরিমাণ ৮০০ টাকার স্থলে গার্মেন্টস শ্রমিক মজুরির সমান ৮ হাজার টাকা প্রদানের জন্য বাজেট বরাদ্দ দাবি করেন তারা।
তারা আরও বলেন, এসডিজির ‘দারিদ্র বিমোচন’ লক্ষ্যমাত্রা অর্জনে দেশের এক কোটি দরিদ্র মাকে টার্গেট করে ২০ বছর এক প্রজন্ম মেয়াদে বছরে ৫ লাখ মাকে টার্গেট করে ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের আবেদন করছি। এ কার্যক্রম বাস্তবায়নে প্রাথমিকভাবে ১০০ উপজেলায় বাস্তবায়নের জন্য ২০২০-২১ অর্থবছরে এক হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দাবি করছি।
বিবৃতিতে বলা হয়, ‘স্বপ্ন প্যাকেজ’ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রতিফলন। ইতোমধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ১০টি উপজেলায় ২০১৫-১৭ অর্থ বছরে ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছে। যাতে বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিলো ডর্প।