সামাজিক নিরাপত্তা কর্মসূচি
সমস্ত নগদ-ভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি ইএফটি’র আওতায় আসবে: অর্থমন্ত্রী
সরকার আগামী অর্থবছর থেকে সমস্ত নগদ-ভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ প্রদানকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার(ইএফটি) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে।
বৃহস্পতিবার সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সুবিধাভোগীর সংখ্যা এবং ভাতা পরিবর্তনের পাশাপাশি আমরা সরকার-ব্যক্তি (জি-টু-পি) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আরও লক্ষ্যবস্তু, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক পদ্ধতির প্রবর্তন করেছি।’
আরও পড়ুন: ২০২৩-২৪ অর্থবছর থেকে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হবে
অর্থমন্ত্রী বলেছেন, এই পদ্ধতির অধীনে ইতোমধ্যেই ২৫টি নগদ-ভিত্তিক প্রোগ্রামের মধ্যে ২২টিতে প্রতিটি সুবিধাভোগী একটি নির্দিষ্ট তারিখে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) এর মাধ্যমে সরাসরি তাদের পছন্দের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল অ্যাকাউন্টে মাসিক ভাতা পাচ্ছেন।
তিনি বলেন, ‘আগামী অর্থবছরে অবশিষ্ট নগদ-ভিত্তিক প্রোগ্রামগুলোকে জি-টু-পি-এর আওতায় আনা হবে।’ এখন (জি টু পি)-এর মাধ্যমে ৮০ শতাংশের বেশি নগদ-ভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আরও পড়ুন: ২০২৩-২৪ অর্থবছরের বাজেট: বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ
১ বছর আগে
কোভিড-১৯: সমাজসেবা অধিদপ্তরের ২১ কর্মী আক্রান্ত
দেশে করোনাভাইরাস শনাক্তের পর থেকে দেশজুড়ে ত্রাণকার্যক্রমে অংশ নিতে গিয়ে এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের ২১ কর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ১ কোটি নাগরিককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা
করোনাভাইরাস মহামারির কারণে ২০২০-২১ অর্থবছরের আসন্ন বাজেটে প্রায় এক কোটি নাগরিককে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
৪ বছর আগে
বাজেটে দরিদ্র মায়েদের জন্য বরাদ্দের দাবি ডর্পের
করোনা পরিস্থির কারণে দারিদ্র্র্যের হার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা করে দারিদ্র বিমোচনে আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দরিদ্র মায়েদের জন্য বাজেট বরাদ্দ দাবি করেছে বেসরকারি সংস্থা ডর্প।
৪ বছর আগে