সংসদ ভবন, ২৪ এপ্রিল (ইউএনবি)- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বুধবার জাতীয় সংসদে বলেছেন, ভবিষ্যতে বাসা-বাড়িতে নতুন করে কোনো গ্যাসের সংযোগ দেয়া হবে না।
সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে সংসদ সদস্যরা বার বার প্রশ্ন (আমাকে) করেন। আমি পরিষ্কারভাবে বলছি, এখন থেকে আর কোনো বাসা-বাড়িতে নতুন গ্যাসের সংযোগ দেয়া হবে না।’
তিনি বলেন, গ্যাস দেয়া হবে শিল্পাঞ্চলে। এই শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য পাইপলাইন স্থাপন করা হচ্ছে।